STORYMIRROR

Priyanka Dhibar

Inspirational

4  

Priyanka Dhibar

Inspirational

ফিরে দেখা

ফিরে দেখা

1 min
6

পেরিয়ে এলাম আরও একটি বছর,

বদলটা কি শুধুই হল দিন আর তারিখের ?

কত চেনা মুখও তো বদলে গিয়ে হল অচেনা,

কত আশা, কত স্বপ্নেরও তো হল ভাঙন,

কত কথা, কত প্রতিশ্রুতির হল না চাওয়া অবসান,

তবুও কি হাল ছাড়া গেল ?

অপেক্ষারত দৃষ্টি নিয়ে পা পড়ল নতুন একটা বছরে,

আবারও মন মাঝারে বাসা বাঁধল একরাশ আশা,

স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা !

অনিশ্চয়তার হতাশায় ডুব না দিয়ে শুরু হল

বুক ফুলিয়ে মাথা উঁচু করার অবাধ প্রচেষ্টা ।

অতীত রয়ে গেল মস্তিষ্ক কবরে আবছা স্মৃতি হয়ে

অবসরে উল্টে পাল্টে পড়ে নেওয়ার জন্য ।

পাওয়া না পাওয়ার হিসাব খাতা তাই আজ ধুলিমাখা,

শান্তনা দিয়ে মন শান্ত করার প্রক্রিয়া আজ আবদ্ধ,

বাস্তবতাকে সঙ্গী করে জীবন সাজানোই হয়েছে প্রথা,

কি হবে সুখ দুঃখের হিসাব খাতা খুলে ?

বড়ো জোর হবে তীব্র মন খারাপ বা মরীচিকার ন্যায় কষ্ট,

তার চেয়ে বরং ধূসর স্মৃতি থাক না ঝাপসা স্মরণিকায়,

শক্ত পায়ে এগিয়ে যায় মায়া জড়ানো কোনো নতুন ভাবনায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational