নারী তুমি
নারী তুমি
নারী তুমি নিজেকে লুকিও না পেয়ো না কো ভয়,
রণক্ষেত্রে নেমেই দেখো তোমারই হবে জয়।
নারী তুমি একলা নও, তুলে ধরো উচ্চে শির,
জিতে গিয়ে প্রমাণ করো, তুমিও এক বীর।
নারী তুমি যেও না হেরে পুরুষালির সম্মুখে,
দেখিয়ে দাও তুমিও পারো চলতে স্রোতের অভিমুখে।
নারী তুমি বিশালাক্ষি বিদ্যাংদেহি মা,
তুমিই আবার চণ্ডালিকা তা ভুলে যেও না।
নারী তুমি হয়োনা দুর্বল পুরুষ জাতির কাছে,
শিকার পেলেই কামড় দেবে, মারবে ছুরি পিছে।
নারী তুমি গড়ে তুলো নিজেকে আরও আরও মজবুত,
অস্তিত্বকে টিকিয়ে রাখতে নিজেই হও নিজে
র দূত।
নারী তুমি কখনও হয়োনা প্রয়োজনের বস্তু,
লোভ লালসার পরেই করবে তোমায় উদ্বাস্তু।
নারী তুমি কোমলীনি, হৃদয় ভরা দয়া,
তোমার ক্ষমতার আধারেই তুমি হলে সর্বজয়া।
নারী তুমি ভীষণ রকম মন উদাসী,
শোষণ শাসন গিলে ফেলে ফোটাও মুখে হাসি।
নারী তুমি নিও না মানিয়ে কোরোনা নিজেকে অবহেলা,
পড়েই থাকবে দোরের বাইরে, কেটে যাবে বেলা।
নারী তুমি পুরুষ হয়োনা, হয়ে ওঠো পুরুষসম,
বিজয় মিছিলে সামিল হও, হয়ে ওঠো দুর্গম।।
হ্যাঁ আমরা নারী👭
কিন্তু আমরাও সব পারি ✊
শুভ নারী দিবস 👸