STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Action Classics

4  

Piyanki Mukherjee

Abstract Action Classics

মোড় ঘুরলেই রাষ্ট্র

মোড় ঘুরলেই রাষ্ট্র

1 min
177

খুঁজতে খুঁজতে অন্য একটা দিকে এসে গেছি

এই রাস্তায় মানুষ থাকে না অথচ 

তাদেরই রোজকার আওয়াজ লেখা থাকে নিয়ম করে গাছের ছালের ওপর 


এই রাস্তায় খুব সস্তায় কেনাবেচা হয় নক্ষত্র 

কালপুরুষ হোক বা শতভিষা 

ওরা প্রত্যেকে দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে মোড়ে মোড়ে। 


এই রাস্তায় ভোর বলে কোনো সময় নেই, সবটুকুই রাত 

উনুনে থালাবাটি বসিয়ে দিয়ে কারা যেন বিছানার উপর উঠে বসে। 

মশারী টাঙায়। 

বালিশ বিক্রি হয়ে গেছে সব, খদ্দেররা কোথায় ?


এই রাস্তায় ঘরবাড়ি আছে নির্দিষ্ট দূরত্ব পরপর 

প্রতিটা বাড়ির মাঝে বিছোনো আছে অসংখ্য মাথার খুলি


আমি স্বপ্ন থেকে দেখছি 

প্রত্যেকটা খুলি খুলে বেরোচ্ছে একেকটা আস্ত রাষ্ট্র।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract