STORYMIRROR

Priyanka Dhibar

Abstract Romance Others

3  

Priyanka Dhibar

Abstract Romance Others

অন্তর্লীন

অন্তর্লীন

2 mins
7


সময়টা ছিল পড়ন্ত বিকেল

যখন প্রথম তোমার চোখে চোখ পড়েছিল

তখনও ছিল পড়ন্ত বিকেল

যখন প্রথম প্রেমের প্রকাশ ঘটেছিল

সেই এক পড়ন্ত বিকেলেই

চলছিল ঘন্টার পর ঘন্টা প্রেম প্রস্তাব গ্রহণের দ্বিধাদ্বন্দ্ব

আবারও এক পড়ন্ত বিকেলেই

হয়েছিল পরস্পরের আত্মার মিলন বন্ধন ।।

কোনো এক পড়ন্ত বিকেলে

তুমি হেসে উঠেছিলে

স্নিগ্ধস্নাত সূর্যের মতো

তাকিয়েছিলাম তোমার দিকে এক দৃষ্টিতে

আমি যেন হারিয়ে গিয়েছিলাম

তোমার মনের গভীর অন্তরালে

তোমার চোখে আমি দেখেছিলাম

আমার প্রতি তোমার অগভীর ভালোবাসা

হটাত করে বলেছিলে,

"কি দ্যাখো অমন করে ?"

উত্তরে বলেছিলাম,

" প্রিয়, তোমায় ভালোবেসে আমি হারিয়েছি এ প্রাণ-মন

আমাদের এই ভালোবাসা থাকুক চির নূতন, চির যৌবন ।"

কোনো এক পড়ন্ত বিকেলে

বসেছিলাম একা ছাদে আকাশ পানে চেয়ে

তুমি এসেছিলে মেঘ হয়ে

ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে

ভিজিয়ে গেলে আমাকে

ছড়িয়ে দিলে তোমার গায়ের গন্ধ আমার সারা শরীরে

তোমায় গায়ে মেখে শুধু একটাই কথা বলেছিলাম,

" প্রিয়, বুঝিয়ে গেলে তোমার উপস্থিতি আমার অনুভবে

তুমি যে চির বিরাজমান আমার প্রতিটি স্বভাবে ।"

কোনো এক পড়ন্ত বিকেলে

গিয়েছিলাম দূরে ঐ পাহাড়ের বুকে

সূর্য তখন ডুব দিচ্ছে ঐ দিগন্তে

আকাশের এক কোনায় জমেছে সিঁদুরে মেঘ

মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম দুজন দুজনার দিকে

হেঁটেছিলাম একসাথে খানিক হাত ধরে

জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিলাম,

"ও প্রিয়, তোমায় যে বড়ো ভালোবাসি

তাই দূরে গিয়েও বার বার কাছে ফিরে আসি ।।"

কোনো এক পড়ন্ত বিকেলে

এনেছিলে এক মুঠো শিউলি ফুল শরত শেষে

সাথে আরও ছিল সুন্দর এক থান লাল শাড়ি

হাতে দিয়ে বলেছিলে,

"পড়ে এসো একদিন দেখবো তোমায় যতনে ।"

প্রত্যুত্তরে ছিল,

"ওগো প্রিয়,তোমার জন্যই সকল সাজ, তোমাতেই জড়িয়েছি মান

তোমার সাথেই ঘর বেঁধেছি, বেঁধেছি আমার পরান ।"

বিকেল জুড়েই তো ছড়িয়ে রয়েছে সব ঘটনা

তাই বিকেল সর্বদাই সুন্দর ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract