STORYMIRROR

Priyanka Dhibar

Romance Tragedy

4  

Priyanka Dhibar

Romance Tragedy

কখনও যদি হারিয়ে যায়

কখনও যদি হারিয়ে যায়

1 min
28



কখনও যদি হারিয়ে যায় -

তুমি কি আমায় খুঁজবে ?

না, খুঁজো না তুমি আমায়,

শুধু একবার তাকিও

নিজ মনের গহিনে

আমি তো চির বিরাজমান সেখানে....

কখনও যদি হারিয়ে যায় -

দিও না কোনো নিখোঁজের বার্তা

খবরের ঐ কাগজে

বা কোনো দেওয়াল লিখনে,

দু চোখ শুধু একবার বন্ধ করবে

মিশে যাব আমি তোমার অনুভবে....

কখনও যদি হারিয়ে যায় -

ভেঙো না কোনো নিয়ম

ফেলো না কঠিন দীর্ঘশ্বাস

উঠো না হয়ে যেন উতলা,

শুধু একবার শ্বাস নি

ও বুক ভরে

মনোরম ঐ বাতাসে তুমি পাবে মোরে.....

কখনও যদি হারিয়ে যায় -

ফেলো না যেন চোখের জল

কাটিওনা রাত অনিদ্রায়,

অবকাশে একবার তাকিও তারাদের দিকে

অথবা উজ্জ্বল ঐ চন্দ্রিমায়

সেখানেই খুঁজে পাবে তুমি আমায়.....

মৌমাছি যেমন ছুটে আসে অলির কাছে,

ভ্রমর যেমন গুনগুনিয়ে বেড়াই চারিপাশে -

তোমার ভালোবাসাও ঠিক তেমনই,

তাই হারিয়ে গিয়েও যাব না আমি হারিয়ে,

জড়িয়ে রব স্মৃতিবেদনাতুর হয়ে তোমার গায়ের গন্ধে

অথবা রক্তস্রোতে কিংবা প্রতিটা রন্ধ্রে....


Rate this content
Log in

Similar bengali poem from Romance