কখনও যদি হারিয়ে যায়
কখনও যদি হারিয়ে যায়
কখনও যদি হারিয়ে যায় -
তুমি কি আমায় খুঁজবে ?
না, খুঁজো না তুমি আমায়,
শুধু একবার তাকিও
নিজ মনের গহিনে
আমি তো চির বিরাজমান সেখানে....
কখনও যদি হারিয়ে যায় -
দিও না কোনো নিখোঁজের বার্তা
খবরের ঐ কাগজে
বা কোনো দেওয়াল লিখনে,
দু চোখ শুধু একবার বন্ধ করবে
মিশে যাব আমি তোমার অনুভবে....
কখনও যদি হারিয়ে যায় -
ভেঙো না কোনো নিয়ম
ফেলো না কঠিন দীর্ঘশ্বাস
উঠো না হয়ে যেন উতলা,
শুধু একবার শ্বাস নি
ও বুক ভরে
মনোরম ঐ বাতাসে তুমি পাবে মোরে.....
কখনও যদি হারিয়ে যায় -
ফেলো না যেন চোখের জল
কাটিওনা রাত অনিদ্রায়,
অবকাশে একবার তাকিও তারাদের দিকে
অথবা উজ্জ্বল ঐ চন্দ্রিমায়
সেখানেই খুঁজে পাবে তুমি আমায়.....
মৌমাছি যেমন ছুটে আসে অলির কাছে,
ভ্রমর যেমন গুনগুনিয়ে বেড়াই চারিপাশে -
তোমার ভালোবাসাও ঠিক তেমনই,
তাই হারিয়ে গিয়েও যাব না আমি হারিয়ে,
জড়িয়ে রব স্মৃতিবেদনাতুর হয়ে তোমার গায়ের গন্ধে
অথবা রক্তস্রোতে কিংবা প্রতিটা রন্ধ্রে....