শেষ বাঁধন
শেষ বাঁধন


এই রংচটা পৃথিবীর একলা আঁধারে,
হারিয়েছি তোমায় ব্যাস্ত মুখের ভিড়ে।
ধোঁয়াটে স্মৃতির হলদে পাতায়,
কখনো বা ভুলে যাওয়া কবিতার খাতায়,
কালের মায়ায় আমার ব্যর্থ অভিসার,
খুঁজি ফিরি হারানো ঠিকানা তোমার।
সহসা থমকে যাওয়া সময়,
মিলিয়ে দেয় সেই প্রথম পরিচয়।
যেখানে হাজারো অভিমান,
আর না বলা কথার খতিয়ান,
জমে আছে আজও মনের গভীরে,
ফেলে আসা স্মৃতির নরম আদরে।
আজ ঝরা পাতার শান্ত নীরবতায়,
কান্নার বাষ্পে ভাসা, ভাবনা হারায়।
বৃষ্টিতে ভেজার শেষ প্রতিশ্রুতি,
আর ফিরে পাওয়ার অন্তহীন আকুতি,
আজও ধরে রাখে হাত উষ্ণ মায়ায়,
হারিয়ে পাবার মিথ্যে ছলনায়।