সনেট - আমাকে খন্ডিত করে
সনেট - আমাকে খন্ডিত করে


চোখের শরীর বেয়ে নামে ঘুম অন্ধকার শীতে।
ঢুলো ঢুলো ভেজা আঁখি পাতা মুখে তোল হাই।
অদৃশ্য ইঙ্গিতে বলো কথা হবে নীরবে নিভৃতে।
কাজেতে বিভোর দিন , সন্ধ্যা হলে ঘুমের দোহাই।
লতানো শরীরখানি হয়ে যায় অচেতন লাশ।
আমিও কেমন যেন রাত জেগে প্রতীক্ষায় থাকি।
চোখের পালক থেকে ঝরে জল সিক্ত হয় ঘাস।
তোমার মুখের স্বর রুদ্ধ করে ঘুম ঘুম আঁখি।
এভাবে বসন্ত আসে তার সেই ঘুমের পিপাসা।
মিটেনা কখনো আহা গ্রীষ্ম কিম্বা হেমন্তে শরতে।
বুকে ও পাঁজরে শুধু জমা হয় সমুদয় আশা।
ভ্রান্তির ফিনকি দিয়ে রক্ত ছোটে স্নায়ুর পরতে ।
কামিনী ফুলের ঘ্রানে দীর্ঘ হয় কাঙ্খিত রাত।
আমাকে খন্ডিত করে তার সেই ঘুমের করাত ।