আমি, সে ও সখা
আমি, সে ও সখা
তুমি আমাকে ফুলের ছবি পাঠিয়েছো
তিনটে সাদা গোলাপ ফুটেছে, বাগানে।
নিজের হাতে ছাদে বাগান বানিয়েছো।
হরেক রকম ফুলের মেলা সেখানে।
সব ফুলের সেরা শ্বেত শুভ্র গোলাপ
যেন কোন পরীর দেশের রাজদূত!
প্রজাপতিরা জুড়েছে খেজুরে আলাপ
ভোমরাও জুটেছে সেখানে। কি অদ্ভূত!
অন্য ফুলেরা দিয়েছে গোঁসা ঘরে খিল
ওরাও বুঝি রাগ, হিংসের উর্ধে নয়,
মানুষের সঙ্গে তবে এত কেন মিল!
তাকে দেখে তোমার যেমন রাগ হয়?
তুমি সখা আর সে আমার ভালবাসা
সে আমার প্রিয়, তবে তুমি যে ভরসা।