মানবী
মানবী


তুমি হিন্দু নও, তুমি মুসলিম নও
তাহলে তুমি কি ? কোন পরিচয়ে ডাকি
তুমিতো মানবী, তুমি যে ধর্মের হও
পাঠ করি সব কিছু, সব টুকিটাকি।
তুমিতো মানুষ এই পরিচয় হোক
চিরসত্য আর মানবিক মূল্যবোধে
অজর অম্লান ! উজ্জ্বল আলোক
শিখায় ভাস্বর তুমি তীব্র প্রতিরোধে।
ধর্মের নিরিখে দেখি নাই কোনদিন
সনাতন বৌদ্ধ নাকি কোন পৌত্তলিক
এইসব কথা আজ শুধু অর্বাচীন
প্রকৃত মানুষ তুমি জানি বাস্তবিক।
যেই হও তুমি নারী, প্রেয়সী, যুবতী
কুমারী কি প্রৌঢ়া কোন নানি কিম্বা দাদি
রক্তের চঞ্চল স্রোত, ধাবমান গতি
সম রক্তে বহমান তুমি শাহাজাদী।