STORYMIRROR

Mausumi Pramanik

Drama

4  

Mausumi Pramanik

Drama

নিষ্প্রাণ প্রেম

নিষ্প্রাণ প্রেম

1 min
1.3K

ভালবাসা ছিল অন্তরের গভীরে,

লেখা ছিল তোমার নাম রক্তাভ হরফে

লেগেছে হিমের স্পর্শ, মননে ও শরীরে

প্রেম সেজেছে তাই শ্বেত শুভ্র বরফে।

 

তোমার দহন জ্বালায় জ্বলেছি একদিন

ভাল থাকা পুড়ে খাক হয়ে গিয়েছে

প্রেম-নীর তবুও উদ্বায়ী হয়নি সেদিন

কঠিন থেকে কঠিনতর হয়ে রয়েছে।

 

সবুজ ছিলাম আমিও এককালে,

সজীবতায় ভরা ছিল উন্মত্ত যৌবন

বসন্তের বাতাসে হেলে দুলে

প্রেমকে করেছিলাম সাদরে বরণ...

 

রামধনুর সাত রঙে সাজাতাম নিজেরে

জানি সে রঙ ছিল তোমারই দান

আজ সব সাদা...ঘোলাটে এই আঁধারে

আজ ভালবাসা আর চায়না প্রতিদান।

 

তোমার রক্তিম আভা বড়োই নিষ্প্রাণ আজকে

নীল আকাশ তাকে আজও স্বাগত জানায়

বিগলিত করতে যে অক্ষম পাষান প্রতিমাকে

সে আমার প্রাণ সখা কিভাবে আর হয়??



Rate this content
Log in

Similar bengali poem from Drama