দ্বীপকণ্যা দীপান্বিতা - সনেট
দ্বীপকণ্যা দীপান্বিতা - সনেট


আমাকে যাহাই ভাবো স্বার্থপর স্বপ্নহীন পাখি
দৃষ্টির শরীর বেয়ে রাত নামে আমার দু’চোখে
সযত্নে লালন করি সেই শুভ বন্ধনের রাখি
ছিলাম একাকী আমি আজো আছি আঁধারে আলোকে
তোমার খোঁপায় দেখো চুলগুলো কাঁদে আর হাসে
চলন্ত জীবন যেনো হাসফাঁস এলোমেলো অতি
এ দায় তোমার একা, মেঘ জমে সুনীল আকাশে
জীবনের নদী আজ শুষ্কপ্রায় হারিয়েছে গতি।
আকাশ যেমন করে দুঃখ সহে বুকে ধরে নীল
বাতাস যেমন করে মর্মরিত বন উপবনে
বৃষ্টিরা যেমন করে জন্ম দেয় সবুজ নিখিল
আমিও তেমনি আছি শ্রমে ঘামে অঙ্গারে অঙ্গনে
আমাকে যাহাই ভাবো, সেই আমি, আছি চিরকাল
তুমি নাই স্বপ্নজুড়ে ওড়ে এক মাতাল মরাল।