STORYMIRROR

Md Bakibillah

Drama

5.0  

Md Bakibillah

Drama

বিষ মোচন

বিষ মোচন

1 min
1.1K


ধোঁয়ায় ঢেকেছে সবুজ পৃথিবী,

মাথা তুলেছে সব কংক্রিটের বাড়ি।

বিষের বাষ্প ছাড়ছে তেজে

দ্রুত বেগে চলা গাড়ি।

সাগর নদী সব নর্দমা হলো

কারখানার ছাড়া বর্জ্যে

জলজ প্রাণী কুল হাঁসফাঁস

করে মরে গহীন নদীর গর্ভে!!


ওজন চাদর ক্ষতবিক্ষত

মহাকাশ জয়ের নেশাতে,

বেগুনী রশ্মি বাসা বেঁধে নিল

সব শিশুরই শরীরে!


শুভ্র পাহাড় যেন কেঁদে যায়

বরফ গলার হতাশায়,

কুমেরুতেও শোক লেগেছে

হয়তো বা ভাসবে পৃথিবী বন্যায় --


অথচ তোমরা বোঝনা 

হে প্রানী শিরোমনি ?

ধ্বংস করছো অরন্য যত

আর তার সাথে নদীর পানি।


এসো শপথ করো হাতে হাত রেখে

আর বাড়াবে না বিষ বাতাসে

বৃক্ষ বাঁচাবে একসাথে মিলে

বিশুদ্ধ পৃথিবী গড়তে ----।


Rate this content
Log in

Similar bengali poem from Drama