অলস এলিয়ান
অলস এলিয়ান
সেই দিন রাত্রে হঠাৎ অন্ধকারে
দেখলাম একটা তারা পাড়ছে ঝরে।
অমনি হাত জোড় করে ,
বায়না জানালাম আমার ঈশ্বরকে প্রার্থনা করে।
বেশি কিছু চাইনা আমি,
চিন্তা করো না তুমি।
চেয়েছিলাম একটা বন্ধু যে আমারে
দেবে আমার হোম ওয়ার্ক করে।
যেমন চাওয়া তেমনই পাওয়া।
কিন্তু ভাই নতুন সমস্যা ছাড়লাম নাওয়া খাওয়া।
একটা অলস এলিয়েন এলো আমার ঘরে।
কাজের নাম অশ্ব ডিম্ব, শুধু পরে পরে।
হোম ওয়ার্ক দেবে কি ও করে।
আমাকে ডিকসনারি পড়ে
ওকে সব অনুবাদ করে
দিতো হতো ইংরেজিতে ।
উল্লটে আমাকে ইংরেজি টা হলো শিখে নিতে।
এখন আমার কাছে আছে সেই অলস এলিয়ান ।
চাইলে দুটো পাক্কা আম দিয়ে নিয়ে যান।
কারণ আমার এ এলিয়ান শুরু আম খান।
আর দিন ২৪ ঘন্টাই ঘুমিয়ে কাটান।