শুকনো পাতার ঢেউ
শুকনো পাতার ঢেউ
চৌরাস্তার মোড়ে, গাছের ছায়ায়,
ক্লান্ত বিকেলে, আকাশের গায়ে,
সব রঙ ঢেলে দিয়ে, ছবি যে হারায়,
লাগে মন একলা, বড়ো অসহায় ।
নিঝুম রাতের ওই রূপোলী তারা,
হারিয়ে ফেলেছি হই সর্বহারা,
জানালার গল্পেরা কথা বলেনা,
ধোঁয়া ধোঁয়া ওই মেঘ ধরা দেয় না।
শালিখের অবিরাম ডাক যে কাঁদায়,
সুখ নদী কুলুকুলু ছন্দে ভাসায়,
মেঠো পথে খালি পায়ে একলা দুপুর,
তানপুরা বসে বনে বেদনার সুর।
নদীর ওই জল মিশে মোহনায় ধায়ে,
জীবনের সব জল মেশে কুয়াশায় ॥