ছুটি
ছুটি


ছুটি মানেই কবিতা লেখা কাজের ফাঁকে ফাঁকে ।
ক্লান্ত দিনের ঊষ্ণ দুপুরে পাখি ওড়ে ঝাঁকে ঝাঁকে ।
কোয়েল ফিঙে টুনটুনি আর শালিখের আনাগোনা ।
সবুজ পাতায় দোদুল হাওয়া মন হল আনমনা ।
কেমন করে আকাশ থেকে বৃষ্টি ঝড়ে পড়ে ?
এই আকাশে পাখিরা সব অনেক খেলা করে !
প্রজাপতি আর মৌমাছি বড্ড খোলামেলা ।
এই সব ভেবে ভেবে কাটল সারাবেলা ।
ইঁট কাঠ পাথড়েতে চাপা পড়ল প্রাণ।
শহরের বাড়িগুলো সব শান্তিতে শয়ান ।
কেউ কোনো কথা বলেনা চুপচাপ থাকে ।
সাহায্যের হাতটাও বাড়ায়না বহু ডাকে ।
জীবনে আছে গতি আছে দুর্বার বেগ ।
কিন্ত এই যান্ত্রিক সভ্যতা যেন কেড়ে নিয়েছে আবেগ ।
বিব্দেষ আর সংঘাত রক্তে মাখা দেহ ।
কোথায় গেল মনের ভেতর একফোঁটা স্নেহ ?
এসো আমরা একসাথে গাই ভালোবাসার গান ।
মালার মতো গেঁথে রাখি সকল স্নিগ্ধ প্রাণ ।
আনন্দের মুহূর্তে সবাইকে পরিয়ে দেব রাখী ।
হেসে খেলে বলব এবার গল্প অনেক বাকি ।
ছুটির দিনে এক হয়ে নতুন কিছু চাওয়া ।
নতুন করে নতুন ভাবে শৈশব খুঁজে পাওয়া ।