এসো হাত ধরো
এসো হাত ধরো


আশ্রয় খুঁজে নেয় সব মামুলি কারণ
তোমার আমার দৈনন্দিন ভালো-থাকা
শূন্য মনপাত্রে ঘর বেঁধেছে নাগরিক
অসহায়তা
বাস্তুহারা তুমি আমি ভালোবাসা-
এসো হাত ধরো
স্পর্শ করো স্পর্শকাতর এই অভাববোধ
তোমাকে পাই না তাই নিজেকে হারাই
এসো হাত ধরো
একা তুমি আমি আর
আরো একা ওরা সব ছায়ামানব
ভিড় হয়ে যাই...
একলা ভীষণ আমরা সবাই
এসো হাত ধরো তুমি আমার
একলাপথে আর ভয় নেই তোমাকে হারাবার
একলাপথে ভয় নেই একাকীত্বে গুমরে মরার