STORYMIRROR

Deepsikha Bhattacharya

Fantasy

4.5  

Deepsikha Bhattacharya

Fantasy

জন্মদাগ

জন্মদাগ

1 min
687


একদিন যদি সব কিছু ভুলে যাই 

ভুলে যাই আমি কে 

আমি যে, সে তোমাদের কে 

ভ্রম হোক আজ কাল পরশু 

হারিয়ে যাবে ঠিকানা 

বাস্তব তখন অলীক এক কল্পনা 

একদিন আমি বাড়ি ছেড়ে অনেক দূরে 

ফিরে আসার রাস্তা যাবে হারিয়ে 

ফিরে আসবে না মান অভিমান 

শর্তবহুল কঠিন ভালোবাসা 

মনে থাকবে না তোমাদের শেখানো নাম 

হাতে মুখ রেখে পাবো না কোনো শৈশবের গন্ধ 

আমার শরীরে তখন নেই কোনো পুরোনো দ্বন্দ্ব 

তোমরা যত মনে করবে ততই আমি ভুলে যাবো সব 

চাইনা ফেরত স্মৃতির বোঝা 

চাইনা ফেরত পুরোনো জন্মদাগ


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy