STORYMIRROR

Deepsikha Bhattacharya

Romance Tragedy

2  

Deepsikha Bhattacharya

Romance Tragedy

গত পূর্ণিমাতে

গত পূর্ণিমাতে

1 min
384

বিছানা ছেড়ে চলে গেছে স্পর্শকাতরতা।

পুরোনো বালিশে পরে আছে গতকালের রূপকথা।

সাদা চাদরে আর আদর চায়না শেষ রাত।

একলা চাঁদ আড়াল খোঁজে,

নির্জনতা  ভালো থাক।

পায়ে’তে পা ছুঁলো, এখন আর চায়না আগুন ।

জড়িয়ে রাখবোনা স্বপ্ন তোকে ,

উদাসীন আঙ্গুল এখন তাই বোঝে ,

উষ্ণতা নিজের বুকের ভিতর।

তোমার আমার শূন্য বাসরঘর।

এও বাসি ভালো এও সহবাস তোমার আমার।


Rate this content
Log in

Similar bengali poem from Romance