খোলা চিঠি
খোলা চিঠি
তোমার আমার অনেক কিছু আলাদা’র মতন
অনেক কিছুর মিলে যাওয়াটা আসলে অসুবিধার কারণ!
আমরা সীমিত, আমাদের জমিটুকু না ছাড়ার লড়াইয়ে
অভ্যস্ত এই খারাপ সময়ে
অসুবিধা আসলে তোমার সীমানার ওপার থেকে ভেসে আসা আমার পছন্দের গানগুলো!
ভালোলাগার কারণগুলো অবাধ্য সন্তানের মতন যখন তোমার জমিতে ঢুকে পরে,
তোমার পায়ের কাছে পোষা বেড়ালের মতন স্মৃতি জড়িয়ে পরে থাকে,
অসুবিধা আসলে তখন হয়!
নয়তো আমাদের সহজাত দূরত্ব
আমরা খুব সুন্দর মেনে চলি
Social distancing নিয়ে এদের নাকিকান্না দেখে আমার হাসি পায়!
বহু যুগ আগে এই যারা আমরা ভদ্রতার মাপকাঠি মেপে হাজার বছরের দূরত্ব বজায় রেখে বেঁচে আছি
-তারা আজ social distancing নিয়ে বুক চাপড়ে মরছি!
বোধহয় তাদের সীমানার এপার-ওপার থেকেও কিছু ভালোলাগার
কারণ মাঝে মাঝে সীমানার কাঁটাতার অগ্রাহ্য করে বাউলিয়া হয়ে ওঠে!
খুব অসুবিধা সৃষ্টি করে!
তাই বোধহয় এতো অভিযোগ...
তাই হবে!
তাই হবে!