প্রেমের ভেলা ভাসিয়ে
প্রেমের ভেলা ভাসিয়ে
প্রেমের ভেলা ভাসিয়ে
অর্ঘ্য দাস
শূন্য বক্ষ - অশ্রুময় ,
বেদনা বিধুর মায়া ।
মন খারাপি বায়না নিয়ে ,
উদাসী মনের চাওয়া ।
১৮ বছর বয়েস আমার ,
প্রাণ মেলেছে ডানা ।
তোমার স্মৃতি বক্ষে আমার ,
না পাওয়ার জ্বালা ।
ভরা যৌবনে ডুবলো তরী ,
মাঝ সমুদ্রে এসে ।
সাঁতরে তখন সাত সমূদ্র---
আমার বেহাল দশা ।
আরও না কত হিসাব নিকাশ......
অঙ্ক কষার ঘটা ।
পাতার পর পাতা জুড়ে
হিসাব শুধু-----
যোগ বিয়োগের স্মৃতি ।
শূন্য বক্ষ , অশ্রু ময় ,
পেয়ে হারানোর জ্বালা ।
--------------------------------------------------------

