অপরিণত প্রেম
অপরিণত প্রেম
প্রেম সবে পরিনত হয়ে ওঠেনি
এরই মাঝে হলো-
বিবাদ ,বিরহ এবং বিচ্ছেদ
সময়টা ছিল ২০১৯ সাল।
ভালোবাসা নামক বস্তুটা
এখন শুধু অতীত।
দ্বন্দ্ব ঝামেলার মাঝে,
হলো প্রেমের অবসান।
ভালোবাসতে চেয়েছিলাম
দুচোখ ভরে তারে।
কিন্তু সে সাধ আর
পরিপূর্ণতা পেল না,
রয়ে গেল অপরিণত হয়ে,
মনের গোচরে।