সততার রাস্তায়
সততার রাস্তায়
সততার রাস্তায় চলা বড় দায় ,
ভিড়ের সংখ্যা এ রাস্তায় অনেক কম ।
আছে অনেক ঝুঁকির সম্ভাবনা ,
পথটা বড়ই জটিল এখানে ।
জটিল অংকের হয় না সমাধান এখানে ।
আছে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা ।
নেই দাম এখানে মনুষত্বের
হোঁচট খেয়ে এখানে পথ চলতে হয় ,
মাঝে মাঝে এখানে অন্যায়ের বোঝাও নিতে হয়।
তার নামই হল সততার পথ ।
