শীতকালীন বর্ষার দিন
শীতকালীন বর্ষার দিন
মেঘলা আকাশ,
বর্ষা দিনে।
স্কুল , কলেজ ও অফিস বন্ধ রেখে,
চুপিসারে বাড়িতে বসে রই ।
আকাশ কালো বর্ষা দিনে,
ময়ূর মেলেছে পাখা ।
কেউ বা আবার শীতের দাপটে,
আগুনে নিচ্ছে তাপ।
তাই আমাদের রাতে সাথী,
কাথা আর কম্বল ।
বজ্র, বিদ্যুৎ ও ঝড় সহযোগে,
চলছে প্রকৃতির ভীষণ রোষ ।
ঝড়ের দাপটে কাঁপছে বাঙালি,
তাই ছাড়েনি তার বাপকেও ।
