নক্ষত্ররাজি ও স্থান
নক্ষত্ররাজি ও স্থান
সময়ের ডানাওয়ালা রথ
তীরগতিতে বইয়ে চললেও ;------
স্থান , কাল ও পাত্র ভেদে ,
শুধু তোমরাই ভাস্বর হয়ে আছো / থাকবে।
আকাশের বুকে চিরো নক্ষত্র হয়ে
বেঁচে আছো তোমরাই।
কালপুরুষ , শুকতারা ,সপ্তর্ষিমণ্ডল ও ধ্রুবতারা ,
তোমরাই ভিন্ন ভিন্ন নক্ষত্ররাজি ।
সৃষ্টিকর্তার সেই আবিষ্কারের কেউ বাজী ধরতে পারবে না ।
কতনা দিকভ্রান্ত পথিক ও নাবিকদের
তুমি ( ধ্রুবতারা ) দেখালে পথ।
প্রাচীনকাল থেকে আজও তুমি ,
বিদ্যমান হয়ে আছো।
তোমরাই সমস্ত জগৎ জুড়ে অমর হয়ে থাকবে ।
যেটা কিনা সৃষ্টিকর্তার এক নিপুণ দক্ষতা ।
পথভ্রান্ত পথিকদের তুমি বা তোমরাই দেখালে দিশা ।
না হারানোর ভয়ের অংকটা মেলাতে তুমি ।
অজানা নাবিক ও পথিকদের পথটার সন্ধান দেখিয়ে ।
