STORYMIRROR

Arghya Das

Others

4  

Arghya Das

Others

সূর্যোদয় ও সূর্যাস্ত

সূর্যোদয় ও সূর্যাস্ত

1 min
316

          সূর্যোদয় ও সূর্যাস্ত


             অর্ঘ্য দাস


          সূর্যোদয় ও সূর্যাস্ত

          প্রকৃতির দুই রূপ ।

       সকালবেলা পুব আকাশে ,

           সূর্যোদয়ের মেলা ।

        অন্ধকারকে বিদায় দিয়ে ,

           সূর্যোদয়ের পালা ।

      ঘুম ভাঙা চোখে উঠলো জেগে ;-----

    ধরিত্রীর যত মানব ও প্রাণিকুল সকল ।

       সাঝের বেলায় পশ্চিমাকাশে

        সূর্যাস্তে নিভলো বাতি ঘোর কালো

    অন্ধকারে--------

          সমস্ত জগৎ জুড়ে

          নিশির রাজ এবার ।

       ঘুমাতে যাওয়ার সাঝ বেলা ।

      এক সূর্যোদয় থেকে সূর্যাস্তে ,

            ২৪ ঘন্টা হয় ।

দিবা থেকে রাত্রির এই হিসাবটা জানা চাই।


52 Week Writing Challenge :--. 2022


Edition :-- 5 


No :-- 8 ( Poem ) ( A poem that describes about beautiful scene of sunrise and sunset )



Rate this content
Log in