রামধনু
রামধনু
সাতটি রঙের সমাহারে ,
মিলিত রামধনু ।
মেঘলা আকাশ ,বর্ষা দিনে
তোমার দেখা তাই
রামধনু , রামধনু
আকাশে বিলিয়েছ রং ।
মধ্য গগনে , বর্ষা দিনে
তোমার আগমন ।
আকাশের বুকে বর্ষা দিনে ,
দেখতে ভারী মিষ্টি ।
রামধনু প্রকৃতির ,
এক সুন্দর সৃষ্টি ।
তাই দেখে আমাদের ,
ভরেছে চোখের দৃষ্টি ।