সোনিয়ার ইচ্ছা
সোনিয়ার ইচ্ছা
সোনিয়ার ইচ্ছা
অর্ঘ্য দাস
ভ্রমণপিপাসু আমি সোনিয়া ।
ইচ্ছা ছিল প্রবল,
চাই ঘুরে বেড়াতে
যাযাবরের মতো।
পৃথিবীর এক প্রান্তর থেকে
অপর প্রান্তরে।
চাই শুধু দেখতে,
দুচোখ ভরে আমি।
মরুভূমি ,সাগর, মহাসাগর
দেশ-বিদেশ, সপ্তম আশ্চর্য,
আরো নানান কিছু।
যদি আমার কাছে
টাইম মেশিন থাকতো।
ঘুরে বেড়াতাম
অতীত ,বর্তমান ও ভবিষ্যতের
দুনিয়ায়।
খুঁজে বেড়াতাম ,
অজানা সব তথ্য ।
31 Writing Prompt :-- Prompt 16 / Day 16
Season-4
শুধু ইচ্ছারই জোরে।
