চাঁদের সৌন্দর্য প্রশংসায়
চাঁদের সৌন্দর্য প্রশংসায়
মানুষ পাড়ি দিয়েছে চাঁদে ,
এক অচেনা , অজানা জগতের
খোঁজে।
সে গড়ে তুলতে চায় ইমারত,
নতুন এক দ্বিতীয় পৃথিবীর খোঁজে ।
মা , শিশুকে গল্প বলে-----
এক যে আছে চাঁদের কোনায় ,
চরকা কাটা বুড়ি ।
হাজার বছর , দিন ধরে-----
চরকা কেটে চলেছে ।
পূর্ণিমা আর অমাবস্যা ,
চাঁদের দুই রূপ ।
আবার জোয়ার ভাটার ব্যাপারটা
কিন্তু চাঁদের জন্যই হয় ।
আমার চাঁদমখো শিশুর কপালে চাঁদ,
টিপ দিয়ে যা।------
