ঠিকানা
ঠিকানা
সারা জীবনটা খুঁজে গেছি
নিজের একটা ঠিকানা,
চাইনা কোন রাজমহল,
হোকনা কুঁড়ে ঘর একখানা,
ছাপ্পান্নো ভোগ, সেখানে চাইনা
হোক সাদা ভাত সবজী রান্না,
তবু ঘরখানা গড়া হোক ভালোবাসায়,
আমার তোমার গল্প লেখা হবে যেথায় রূপকথায়,,,,

