স্বার্থপরতা
স্বার্থপরতা
Prompt-28
স্বার্থপরতা
মানিক চন্দ্র গোস্বামী
রাতের আকাশে আলোর দ্যুতি,
জ্যোৎস্নার স্বাধীনতা;
পাশে তুমি শুয়ে, রূপের আলোয়
জীবনের মুগ্ধতা।
খোলা আকাশের প্রশান্তির ছায়ে
ঘুমিয়ে রয়েছো তুমি,
মনোমোহিনী অপরূপ রূপে
স্নিগ্ধতার পটভূমি।
পৃথিবীর খুশি পূর্ণিমা ছোঁয়ায়,
আমার খুশিতে তুমি,
চোখের তৃষ্ণা মেটাতে পারি না,
ঈপ্সার পথ ভ্রমি।
ইচ্ছা জেগেছে অবগাহনের,
রূপের সাগরে ভেসে
পাড়ি দিয়ে আসি স্বপ্নের দেশে,
তোমায় পেয়েছি পাশে।
আঁচলের ভাঁজে শরীর সুবাস
প্রকাশিছে বাতাস মহিমায়,
দুষটু তারারা মিটমিটে চোখে
তোমার পানেতে চায়।
আমার চোখে ঘুম আসে না,
দ্বন্দ্ব জেগেছে প্রাণে,
চাঁদের সাথে তোমার রূপের
তুলনা হৃদয়ে হানে।
আমার বিশ্বাস মূল্যায়নে
জ্যোৎস্না হয়েছে ম্লান,
স্বার্থপরের মতোই বলি
এ রাতের প্রহর মূল্যবান।
ভেসে রই আজ আলোর জোয়ারে,
পার করি জেগে রাত,
প্রতীক্ষায় আছে সোনালী কিরণ মাখা
অমলিন নির্মল প্রভাত ।

