STORYMIRROR

Sampa Maji

Romance Others

4  

Sampa Maji

Romance Others

প্রকৃতির অনুভূতি

প্রকৃতির অনুভূতি

1 min
471

শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে হাঁটতে ঘাসের ব্যথা অনুভব করেছো?

ফুলের কুঁড়ি প্রস্ফুটিত হওয়া স্বচোখে দেখেছো ?

সবুজ ধান জমির সরু আলের পথ ধরে চলতে চলতে

মনে প্রশ্ন জেগেছে কোন দিন সবুজ এতো সুন্দর কেন?

অথবা গাঢ় সবুজের শান্ত স্নিগ্ধতার স্পর্শ গায়ে মেখেছো কখনো ?

খোলা মাঠে দাঁড়িয়ে নীল দিগন্তের মাঝে আকাশ দেখতে দেখতে 

কখনো মনে হয়েছে কখনো মহাশূন্যে যদি হারিয়ে যেতাম কেমন হতো?

সুপ্ত বীজের থেকে নতুন চারা গাছ বেড়িয়ে আসার 

অপেক্ষায় থেকে দেখেছো কখনো কেমন লাগে?

 তৃষ্ণা কাতর বুক ফাটা মাটির ওপর এক ফসলা বৃষ্টি নেমে আসা

 সেই মাটির আনন্দ উল্লাস ভরার মাটির সোঁদা গন্ধ নাকে এসেছে কখনো?

শুষ্ক শীতে পাতা ঝরা গাছের কান্না কান পেতে শুনেছো কোনো দিন?

অথবা বসন্তে নতুন পাতা পেয়ে গাছের আনন্দ উল্লাস কখনো অনুভব করছো ? 

ঘুমন্ত পাহাড়ের নিস্তব্ধতার বুক চিরে ছুটে আসা ঝরনার 

কুলকুল শব্দের পিছনে কান্নার হাহাকার কান পেতে শুনেছো কখনো?

রাতের আকাশে তারাদের দেখতে দেখতে কখনো মনে এসেছে

এতো অগন্তি তারা হিসেবে কোনো দিন পৃথিবীর মানুষ পারবে মালাতে?


 প্রকৃতির এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর

 শব্দ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করতে হয়।

এই জগতে প্রতিটা মানুষকেই হৃদয় দিয়েছে

 কিন্তু সবাই চায় না হয়তো পারে না প্রকৃতির অনুভূতির অনুভব নিতে। 



Rate this content
Log in

Similar bengali poem from Romance