STORYMIRROR

Sampa Maji

Drama Action Classics

4  

Sampa Maji

Drama Action Classics

চেনা গল্প

চেনা গল্প

1 min
6

অনেক দিনের ইচ্ছে একটা গল্প লিখবো সুন্দর একটা গল্প..

কিন্তু কোনো প্রধান চরিত্র রাখবো না শুধুই শাখা চরিত্র থাকবে ..

তারা কোনো দিনই কেউই কাউকে ভালো ভাবে চিনবে বা চিনতে চাইবে না..

কোনো দিনই কোনো গভীর সম্পর্কে জড়াবে না বা জড়াতে চাইবে না...

 দেখা হলে কেবলই কুশল বিনিময় করবে, একটা মিষ্টি হাসি দেবে এই একটুই..

কোনো দিনই কেউই কারো ব্যক্তিগত জীবনে নাক গলাবে না.…..

কেউ কারো দূর্বলতা নিয়ে অট্ট হাসি করবে না কখনোই ...

কে কত সফল এই নিয়ে এক অপরের মনে হিংসা প্রতিহিংসা স্থাপন করবে না...

অন্য জন সফল হয়ে গেল আমি হতে পারলাম না এখনো,এই ভেবে কারো কখনো মন খারাপ হবে না...

কেউ কোনোদিন কাউকে কখনো ঠকাতে পারবে না ...

কাউ কোনোদিন বিচ্ছেদ এর দুঃখ অনুভব করবে না...

কেউ কারো নামে কোনো অভিযোগ করবে না..

সবাই নিজের মতো উন্মুক্ত জীবন নিয়ে উন্মুক্ত মনে দিন কাটাবে..

কারন একটাই...

এখানে সবাই সবার অচেনা,কেউ কাউকে ভালো করে চিনে না বা জানে না, তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক নেই তাই তাদের কোনো বেদনার ভয় নেই...

কারন দুঃখ তো আমরা চেনা আপনজনের থেকেই পাই , আপন জনের জন্যই দুঃখ অনুভব করি...

অচেনা কেউ দুঃখ দেয় না, অচেনা কারো জন্য দুঃখ অনুভব করি না..

যদিও মাঝে মাঝে অচেনার দুঃখে মন খারাপ হয় আসলে সেটা কোনো দুঃখ নয় শুধুই ক্ষনিকের খারাপ লাগা মাত্র...


Rate this content
Log in

Similar bengali poem from Drama