STORYMIRROR

Sampa Maji

Abstract

4  

Sampa Maji

Abstract

অসমাপ্ত চিঠি

অসমাপ্ত চিঠি

1 min
365

 বৃষ্টি ভেজা ক্লান্ত দুপুরে এলোমেলো ভাবনা গুলো ভিড় করে 

 মনটাকে একলা পেয়ে নিয়ে যায় হৃদয়ের বন্ধ কুটিরে

ধুলো পরা ঝাপসা স্মৃতির পাতা উল্টি দিয়ে

মেলে ধরে অসমাপ্ত চিঠির ছেঁড়া পাতা,

যার শব্দ গুলো আজও তীরের মতো বিঁধে 

সুপ্ত আঘাত বাড়িয়ে দেয় হৃদয় করে ক্ষতবিক্ষত।


সব ভালোবাসা পূর্ণতা পায় না এ গল্প সবার জানা

কিন্তু একলা হয়ে অপূর্ণ ভালোবাসার বিরহের কষ্ট পেতে চায়

এমন স্বাভাবিক মানুষের গল্প খুব কম পাওয়া যায় 

যারা গতানুগতিক সুখি আনন্দময় শান্তিপূর্ণ জীবন চায় না ।

দুঃখের মধ্যেও যে সুপ্ত সুখ , সংঘর্ষ ময আনন্দের আশায় 

বাঁধা ধরা নিয়ম ভেঙে একলা রহস্যময় স্রেতের সন্ধানে 

সমস্ত সম্পর্ক ছিন্ন করে পাড়ি দেয় অজানা জীবন সমুদ্রে

রেখে যায় ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানো অসমাপ্ত চিঠি।


ঠিক যেন রাধা বিরহের মতো, তবে সেখানে রাধা জানতো

কৃষ্ণকে কেন যেতে হয়েছিল বা কেনই বা সে ফিরবে না

কিন্তু এখানে দীর্ঘ ২০ বছরের রাধা এখনো জানতে পারলো না

কেন তাকে অপূর্ণ বন্ধনে আবদ্ধ থেকে হবে এ বিরহ সহ্য করতে  ।


এ মন মাঝে মাঝে সব দেওয়ায় ভেঙে গুঁড়িয়ে দিতে চায় 

কোনো উত্তর পাবো না জেনেও উত্তর খুঁজতে চায় 

 ভালোবাসা প্রতি শ্রদ্ধা জানাতে হলে থাকতে হবে একলা 

এটাই ছিল অসমাপ্ত চিঠির না বলা শর্ত খেলা।


 


 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract