মেয়েটার অসমাপ্ত গল্প
মেয়েটার অসমাপ্ত গল্প
প্রতিটা মেয়ের জীবনই একটা নিজস্ব গল্প দিয়ে তৈরি
কিন্তু নিন্ম মধ্যবিত্ত মেয়েদের জীবন এক্কেবারে আলাদা
তবে ঝাঁচে ফেললে পরিবর্তন খুব একটা চোখে পড়ে না
কখন যে পরিস্থিতির খাপে মানিয়ে নেয় বুঝতেই পারে না।
মেয়েটা কালো বলে যখন সবাই অবহেলায় দূরে সরিয়ে দিতো
বাবা তখন কাছে টেনে খুব আদর করে চোখ মুছিয়ে বলতো
দেখিস মা, সময় বদলাচ্ছে, একদিন রূপ নয় গুনই সবার প্রিয় হবে
রূপের আলোয় নয় গুনের আলোয় দেখিয়ে দে তুই কারো থেকে কম না।
বাবার কথায় সেদিন মেয়ের জেদ চেপে বসেছিল মনে,
পড়াশোনা করে কিছু করতে হবে জীবনে।
অর্থকে পড়াশোনার মাঝে বাঁধা হতে দেবে না কোনোভাবে
স্কুল জীবন থেকেই টিউশান শুরু করে দিয়েছিল মেয়েটা ,
কিন্তু সাহস জোগানো বাবাই চুপিসারে হঠাৎ একদিন
সবাইকে ছেড়ে একলা করে চলে যায় না ফেরার দেশে
সে দিন মেয়েটা দূর্বল হয়েছিল ঠিকই, কিন্তু ভেঙে পরেনি
বাবা হীন পথ চলা শিখে নিয়েছিল একটু একটু করে।
জীবন থেমে থাকে না আর রোগ ও বলে কয়ে আসে না
১ বছরের ব্যবধানে দুটো মেজর অপারেশনে ক্ষতবিক্ষত হয়ে যায় শরীর
মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছিল সেদিন মেয়েটা।
তবুও নিজের ইচ্ছে মৃত্যু ঘটেতে দেয়নি কোনো পরিস্থিতিতেই
নিজের পড়াশোনার পাশাপাশি দিনরাত টিউশন পড়িয়ে
MA ,Bed কম্পিলিট করে আজ বসে আছে আজ ৬ বছর
ভেবেছিলাম একটা চাকরি পেলেই সব সমস্যার সমাধান হবে যাবে
কিন্তু হায় মাঝে মাঝে পরিস্থিতির চাপে সময় ও দিক বদলায়
পড়াশোনা শেষ, চাকরির পরীক্ষাও হচ্ছে না মানসিক ভাবে হারতে বসেছে আজ
সাথে আত্মীয় প্রতিবেশি কথার বান ক্ষতবিক্ষত হতে হচ্ছে প্রতিনিয়ত।
মেয়েটা উচ্চ শিক্ষিত, আবৃত্তি করে খুব ভালো গানের গলাও মন্দ না
কিন্তু স্কুল , কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কারও ক্রাস হতে পারলো না মেয়েটা
তাই কতো ঘটক এলো গেল, পাত্র পক্ষও কম আসেনি
একটাই কথা মেয়ে মোটা কালো , শিক্ষার কোনো মূল্য নেই ওদের কাছে
রূপ নাই থাক যদি অনেকটা ধনী হতো তাহলে নয় অন্য কথা ছিল।
এই ভাবে অপমান আর লাঞ্ছনা সইতে সইতে মেয়েটা আজ ক্লান্ত
বাবাকে সে খুব মিস করছে , একটা কথা বলার ছিল আজ
তুমি ভুল ছিলে বাবা, বদলেছে অনেককিছু কিন্তু কিছুই ঠিক হয়নি,
সময় বদলেছি ঠিকই , কিন্তু মানুষের মানসিকতা আজও বদলাই নি।
