STORYMIRROR

Sampa Maji

Abstract

4  

Sampa Maji

Abstract

বাবা

বাবা

1 min
218


পৃথিবীর সমস্ত বাবাই সন্তানদের কাছে সমান বাবা 

কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা গুলো একটু অন্য রকম। 

 তাদের নিজেদের জীবনে শত কষ্টের থাকলেও

কখনো কষ্ট কি সন্তানদের বুঝতে দেয় না।

যারা সারাদিন পরিশ্রম করে ও ক্লান্ত হতে চায়না

 সন্তানদের মুখের হাসে দেখে ক্লান্তি দূর হয়ে যায়।

নিজেরা ছেড়া জামা রুপু করে পরলেও

সন্তানদের জন্য নতুন নতুন জামা কাপড় নিয়ে আসে।

নিজেদের সখ আহ্লাদ ভালো লাগা সবই 

তারা সন্তানদের আনন্দে মধ্যেই খুঁজে নেয়।

নিজেদের স্বপ্নকে বিসর্জন দিয়ে দেয়

পরিবার সন্তানদের মুখের দিকে তাকিয়ে।

সন্তানদের স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে

জি- জান লাগিয়ে দেয় পূরন করার জন্য।

যে কোনো মূল্যে দিতে রাজি থাকে 

সন্তানদের ভালো ভবিষ্যত গড়তে।

সারা জীবন কেবল পরিশ্রমী করে চলে

নিজের জন্য কিছু পাওয়ার আশা করে।

যুগে যুগে বাবার এই ভাবেই সন্তানদের জন্য

সব কিছু করে যাবে কিন্তু মুখে কিছু বলবে না।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract