পাহাড়ি প্রেম
পাহাড়ি প্রেম
মেঘের চোখে লজ্জা আজ।
নীরব ধুসর প্রেমের আলো,
কুয়াশাটা ভালোবেসে আমায়
তোমায় একটু জড়ালো।
মনখারাপের শহর দূরে।
হৃদয় মজেছে খুশির জোয়ারে।
অভিমানী দৃষ্টি মিষ্টি বড়ো
তোমায় বাসবো শুধু আজ ভালো ।
শিতল চুমু , বাতাস জুরে
নদী এখনে চঞ্চলা আরো,
ওর জলে আদর মাখচ্ছে পাথর গুলো।
পাহাড় ঘুরে , আকাশ জুড়ে
বলতে দাও আমায়,
তোমায় বাসি ভালো,,,
তা শুনে, গুনগুনিয়ে
পাহাড় জুড়ে হাসুক
ভোরের মিষ্টি আলো
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

