STORYMIRROR

Sampa Maji

Abstract Romance

4  

Sampa Maji

Abstract Romance

ব্যর্থ প্রেম

ব্যর্থ প্রেম

1 min
456


ভরা চৈত্রের দগ্ধ রৌদ্রে শেষে 

থমকে যাওয়া শ্বাস রুদ্ধ করা বিকেলে

ঝলসে যাওয়া গাছে ওপর যেমন

হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে ছিল প্রান

ঠিক তেমনি ভাবে তুমিও সেদিন

ফিরিয়ে ছিলে আমার জীবন।

কিন্তু তোমার এই আসার কারণ

বুঝতে না পারা আমার অবুঝ মন

শুধুই দু চোখ ভরে ভিজিয়ে ছিল হৃদয়

এতো সুন্দর মুহূর্ত টা বাঁধতে চেয়ে

যেই না প্রানের ঝুলিতে নিতে চেয়েছে কুড়িয়ে

অমনি তুমি অভিমান করে চলে গেলে 

কেন গেলে কেনই বা এসেছিলে

তার উত্তর আজও অধরাই রেখে দিলে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract