STORYMIRROR

Kaustav Roy

Romance

4  

Kaustav Roy

Romance

তোমায় জানালাম

তোমায় জানালাম

1 min
235

সাঁঝ আকাশে মেঘ ঘনালো যেই,

রাস্তা ফাঁকা কেউ কোত্থাও নেই।


চনমনে এক শহর হঠাৎ ঝিম

ঝোড়ো হাওয়ায় পাখিরা হিম শিম


ছাদের ঘরের প্রথম চুমুর টান

ইলশেগুঁড়ি বৃষ্টিতে হোক স্নান


ব্যালকনি আজ বৃষ্টি ভেজার দেশ 

বুকের ভিতর শেষ না হওয়া রেশ


জমতে থাকে। ঠিক যেরকম হয় 

বর্ষা এলেই মনের মধ্যে ভয় ।


তোমায় ছাড়া ফুরিয়ে যায় দিন

খুব পুরনো ব্যথারা চিন চিন ।


প্রাচীন সে সব ক্ষতর মুখে জল,

হৃদয় তবু শুকনো মফস সল ।


হাওয়ায় ভাসে মনখারাপি নাম 

সেটুকুই আজ তোমায় জানা লাম 



Rate this content
Log in

Similar bengali poem from Romance