STORYMIRROR

Kaustav Roy

Romance Tragedy Classics

4  

Kaustav Roy

Romance Tragedy Classics

জানুয়ারির শহরে

জানুয়ারির শহরে

1 min
213

জানুয়ারির এই শহরে রোদ্দুর বড়ো ম্লান।

সকালবেলায় অল্প জলে চড়াইপাখির স্নান 

তারপরেতেই অফিসে ছুট সমস্ত দিন কাজ 

তবু তোকে দেখতে ভীষন ইচ্ছে করছে আজ 


মাঘ কুয়াশায় শহর ঢাকে আর ঢেকে যায় মুখ 

নিজের ভিতর অনেক স্মৃতি আগলে রাখে বুক 

তাদের নিয়ে নিজের মতো একলা এখন মন 

হ্রদয় পথে আগুন পোহায় কাছের মানুষ জন


সেই আগুনের নরম আঁচে সময় পেলেই ডুব 

দুটো প্রশ্ন তারই মাঝে ভয় ধরাচ্ছে খুব 

ঠিক কতটা আপন হলে মানুষ কাছের হয়? 

ঠিক কতটা বাসলে ভালো মানুষ সাথে রয়? 


সবাই ভীষন একলা এখন।সবাই খোঁজে রোদ

দেনারা সব জমতে থাকে কিছুই হয় না শোধ 

একের পর এক আঘাত শুষে ক্লান্ত হয়েও তাই

জানি মানুষ খুব একলা তার ভালোবাসা চাই।


Rate this content
Log in

Similar bengali poem from Romance