STORYMIRROR

Kaustav Roy

Abstract Inspirational

4  

Kaustav Roy

Abstract Inspirational

বিদ্যাসাগরের জন্য

বিদ্যাসাগরের জন্য

1 min
170

সমস্ত দিনে একবার হলেও তোমার কাছে না বসলে ভালো লাগে না আমার।

এখন তোমার খুব মলিন দশা।

অনেকটা নিশ্চিন্দিপুরের হরিহর রায়ের পুরোনো সেই মেঠো বাড়িটার মতো।


তোমার পায়ে জড়িয়েছে বুনো ঝোপ ল,লতানে গাছ। 

ক্রমশ গুরুত্ব হারাচ্ছ সেটা তো টের পাও।

যারা তোমার কাছে সারাবছর আসে না 

আজ তারাও স্ট্যাটাস দেওয়ার জন্য ঐ দ্যাখো উঁকি ঝুঁকি মারছে।


পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষায় কথা বলে যে মানুষেরা তাদের সমস্ত শরীরে এখন আধুনিকতার রঙচঙে রাংতার মোড়ক।


সারাবছর যারা "হ্যাপি বার্থডে" বলে "শুভ জন্মদিনের" জায়গায়, "থ্যাঙ্ক ইউ"বলে "ধন্যবাদের" জায়গায়

তারাই আজ তোমার উদ্দেশ্যে লিখবে, "মোদের গরব মোদের আশা"..........


আর আমরাও সেই সব মেনেই নেব।


এভাবেই এগোবে সময় আর একদিন তোমাকে আমরা কেউ খুঁজেই পাবো না 


 কারণ 


আমাদের মাতৃভাষা কে আমরা বিন্দু মাত্র সন্মান করি না।


 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract