STORYMIRROR

Kaustav Roy

Romance Classics

3  

Kaustav Roy

Romance Classics

সত্যি কথা

সত্যি কথা

1 min
216

আমার এক নারীর হাতের আঁকায় 

আগে ভালোবাসার মিশেল থাকতো ।

আজকাল আঁকা থাকে কিন্তু তাতে 

আর আমার জন্য ভালোবাসা থাকে না ।

কখনো কি ছিল সেইসব ? নাকি শুধু মরীচিকা।

বয়স বাড়ছে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে 

বেকারত্বের অভিজ্ঞতার গ্রাফ।

সময় সব কিছুর ই অভিমুখ পাল্টায়। 

আমার চনমনে যৌবনেও আমি এখন

অবসন্ন বোধ করি। 

মাথার ওপরে ঝিমঝিম করে নক্ষত্রপুঞ্জ।।

সেই নারীর তুলির টানে যে অপরূপ দৃশ্য গুলো 

চাখতাম,সেগুলো আমায় কখনো বলে নি 

অনেকটাই অভিনয় নীরবে বুকে ভরে নিচ্ছ তুমি।

আজকাল আমরা মানুষকে ভালোবাসতে শিখছি না

শুধু মুখোশ পড়তে শিখছি ।

মুখোশ পড়তে পড়তে পড়তে শেষ সময়ে 

নিজের মুখ আর আমরা খুঁজে পাই না ।

তখন স্মৃতি বড়ো শত্রু হয়ে যায়।। 


ভালোবাসার জন্য কি আর ,

সত্যি কথা সহজে বলা যায় না ?


Rate this content
Log in

Similar bengali poem from Romance