স্বপ্ন
স্বপ্ন


রাতের আকাশে জেগে আছে যে শুকতারারা
কোনো এক মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়
নিঃশব্দ অভিমান দুই গাল বেয়ে গড়িয়ে পড়ছে
আবেগ শুধু দোসর খুঁজে বেড়ায়
ইচ্ছে গুলো কোন সুদূরে দিয়েছে যে পাড়ি
স্বপ্নে দেখা চিরকুটের ঠিকানা ভুল করি
ধূসর গভীর নীরবতা
স্তব্ধ ইমন বিলাবল দাদরা
রয়ে গেছে রেশ কাটে না আবেশ
মগ্ন আলাপচারিতা
হাসি খুশি দুটি মৌমাছি খেলে শুধু মিঠে কানামাছি
থেমে যায় উদ্দাম ঘূর্ণি বুকের উষ্ণ গালিচায় ।।