হাতে রেখে হাত
হাতে রেখে হাত
ইচ্ছে করে দুজনে যাই হারিয়ে
হাতে রেখে হাত,
নতুন করে করবো শুরু
আগামী সকল সুপ্রভাত।
দুজন মিলে গড়ে নেবো
আপন সুখের ঘর ,
গৃহের সামনে থাকবে লাগানো
নানান ফুল গাছের সার ।
বাগানে ফুটে থাকবে ফুল
রাশি রাশি গাছ ভরে,
মিষ্টি সুগন্ধিতে ছেয়ে যাবে
পুরো ঘরটি জুড়ে।
রোজ ভোরেতে ফুল হাতে
আসবো আমি তোমার কাছে,
আলতো করে গুজে দেবো
গোলাপ তোমার কানে।
মাঝে মাঝে খোঁপায় গুজবো
জুঁই চামেলি বেলি,
তোমার মিষ্টি হাসিতে ফুটবে
সকল ফুলের কলি।
রোজ বিকেলে বেরিয়ে পড়বো
হাঁটতে সবুজ মাঠে ,
কাঁধে-কাঁধ মিলিয়ে বসবো মোরা
গ্রামের নদীর ঘাটে ।

