যদি আমায় ভালোবাসে
যদি আমায় ভালোবাসে
তার স্বপ্ন দেখে আঁকি
সুখের সীমানা,
সারাদিন, সারাক্ষণ খুঁজে বেড়াই
তার মনের ঠিকানা।
ছায়া হয়ে থাকবো আমি
সদা তার পাশে
একটু হেসে যদি সে বলে
আমায় ভালোবাসে।
তার স্বপ্ন দেখে আঁকি
সুখের সীমানা,
সারাদিন, সারাক্ষণ খুঁজে বেড়াই
তার মনের ঠিকানা।
ছায়া হয়ে থাকবো আমি
সদা তার পাশে
একটু হেসে যদি সে বলে
আমায় ভালোবাসে।