লুকানো প্রেম
লুকানো প্রেম
আড়া চোখে আমাকে দেখে
তোর ঠোঁটে হালকা হাসি
দেখিয়েছে কখনো কখনো অনেক স্বপ্ন
কিন্তু বলেনি কখনো তোকে ভালোবাসি।।
তোর বাঁকা চোখের শাসনে।
মিষ্টি ভালোলাগা থাকে মনে।
আসে শত বসন্ত এ জীবনে।
তবু তোর মনের চোরা গলিতে
ভয় লাগে আমার এখনো যেতে।
তবু এসে দেখ উঁকি মেরে
আমার মনের বারান্দায়।
দেখবি তুই আছিস এ হৃদয় জুড়ে,
আমার জীবনের সকাল সন্ধ্যায়

