STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance

4  

Partha Pratim Guha Neogy

Abstract Romance

অমূল্য তুমি

অমূল্য তুমি

1 min
323

আমায় ছেড়ে চলে যাবে বলেছিলে 

ভুলে যাবে বলেছিলে অবলীলায় 

তাই বুঝেছি তুমি ছেড়ে যাওনি ভুলে যাওনি 

চোখের কোণে চিকচিক করা জলে এখনও আমারই নাম 

আর আমার বাড়ানো হাতে তুমি পড়ালে ফুলের মালা l


ফেরাবে বলে ফিরিয়ে দেবে না জানি 

এমনকি হারাবো বলে বহু ক্রোশ পথ হেঁটেছি অভিমানে ,

তবু ফিরে এসেছি 

ফিরে এসে দেখেছি ,নদীর চরে কাঠামোর স্তুপ 

তুমি সূর্যাস্তের লালিমা মেখেছো গায়ে দেখেছি আমি ,

নদীর ঘাটে তুমি আমারই প্রতীক্ষায় l


তোমার পছন্দ নয় তবু বারবার চেয়েছি 

নিজের সত্তা কে নিঃস্ব করে 

 উচ্চাশার লোভ বা প্রবৃত্তিকে লুপ্ত করে 

প্রতিভা বাসনা বা সম্ভাবনাকে মিথ্যা করে   

লুটিয়ে পড়ি তোমার ঐ নরম হৃদয়ে 

ভোরের ফোটা শ্বেতপুষ্প হয়ে স্বীকার্য হোক,

 দাবি করি না ,না হলেও জানি কত অমূল্য তুমি l


Rate this content
Log in

Similar bengali poem from Abstract