Biswajit Das

Drama

2.5  

Biswajit Das

Drama

সন্ধ্যা

সন্ধ্যা

1 min
17.6K


ঐ দেখা যায় মেঘের ভেলায়

আকাশের কোলে বিকেল বেলায়

পড়ন্ত রোদ রং বদলায়,

দিবাকর যায় ফিরে।


মাঝি নাও বায় ফিরে যেতে তীরে ,

পাখিরা ব্যস্ত ফিরে যেতে নীড়ে,

সন্ধ্যা নামছে অতি ত্বরা করে,

চাষী যায় ফিরে ঘরে।


জীবন হল এক দিবসেরই মতো,

সন্ধ্যা নামতে থেমে যাই যত

ব্যস্ততা আর চাওয়া পাওয়া কত !

জীব ফেরে পরপারে ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama