তুমি ভগবান ই
তুমি ভগবান ই


হয়তো তুমি ভগবান ই
তোমাকে দেখিনি কখনো ...চিনিনা তোমাকে।
দেখিনি বললে ভুল হবে ...দূর থেকে তোমার ঝলক দেখেছিলাম একদা বটে …
গর্ব বোধ করেছিলাম, আর নিজেকে অনেক খাটো মনে হয়েছিল।
কি ই বা করেছি আমি? কিছুই না,
দেশকে বেশি ভালো ঠিকই, কিন্তু দেহটাকে আরো বেশি ভালো বেশে ফেলেছি।
তাই উৎসর্গ করার সাহস কখনো হয়নি, ভাবতেও পারিনি।
তুমি ভগবান ই, আর কি ই বা হতে পারো তুমি, সৈনিক?