কেন জানো মা?
কেন জানো মা?
1 min
15.6K
কতদিন রোদ দেখিনা …
কেন জানো মা?
বড্ডো ঠান্ডা এখানে।
এরম ঠান্ডায় আগে কখনো থাকিনি …
হ্যা, গরম জামা আছে ঠিকই ,
কিন্তু তোমার হাতের ছোঁয়া - সেটাই হোতো যথেষ্ট …
তোমার মুখের হাসি - সেই তো স্বর্গ।
যাক, তুমি দুঃখ পেওনা, ভেবোনা কষ্টে আছি …
এই পথ যে আমার বাছা …
এই দুর্গম রাস্তা আমাকেই পেরোতে হবে …
শুধু জেনো, মনে রেখো, এতেই আমার সুখ …
আমি যে সৈন্য - দেশের জন্য উৎসর্গ মোর প্রাণ …
জেনো আমি ভালো আছি, খুশি আছি, আর তোমার পাশে আছি।