আমি ভালো আছি
আমি ভালো আছি


জেনো আমি ভালো আছি …
কষ্ট আমার হয়না আর হ্যা, ভয় আমি আর পাইনা মা ...
এখন আমি ভালো আছি।
মনে আছে মা? ছোটবেলায় কেমন অন্ধকারে ভয় পেতাম
বাবা বলতো এ কেমন ছেলে?
বাবাকে বোলো, আজ আমি অন্ধকার কে জয় করেছি।
সব অন্ধকার ...যা ওপার থেকে আসে ...যা আমাদের দেশকে কে ঘিরে ধরে ...সব।
শুধু জেনো ভালো আছি আমি।